কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অভিযোগে ঢাকাসহ সারা দেশে আরো ৩০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা থেকে ও ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে।
সোমবার সকালে এ তথ্য জানিয়েছে র্যাব। আরো জানানো হয়েছে, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৮৩ জন ও ঢাকার বাইরে ২৫১ জনসহ সারা দেশে ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।