1. shahajahanbabu@gmail.com : admin :
রিমান্ডে শিবিরের সাবেক সভাপতিসহ ৩ জন - Pundro TV
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন



রিমান্ডে শিবিরের সাবেক সভাপতিসহ ৩ জন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুলাই, ২০২৪

শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর দুই নেতাসহ ৩ জনের ৭ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ধানমন্ডির থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২৮ জুলাই) মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের পুলিশ পরিদর্শক আবুল বাশার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি-আল ফারাবীর আদালত এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান এবং জামায়াতে ইসলামীর সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ।

এদিন আসামিদের পক্ষে আব্দুর রাজ্জাক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের আদেশ দেন। ধানমন্ডি মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

গত ২৭ জুলাই রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনের একটি অফিস থেকে তাদের গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এই সময় তাদের কাছ থেকে ককটেল-গোলাবারুদও উদ্ধার করা হয়। এ ঘটনায় সিটিটিসির পরিদর্শক এস এম গফফারুল আলম ১০৫ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধানমন্ডি মডেল থানায় থানায় মামলাটি দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST