1. shahajahanbabu@gmail.com : admin :
ঝুঁকিমুক্ত মনে হলে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হবে - Pundro TV
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন



ঝুঁকিমুক্ত মনে হলে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হবে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুলাই, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তারা ঝুঁকিমুক্ত-এটা‌ পুলিশ মনে করলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন সমন্বয়ককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে কবে নাগাদ পরিবারের কাছে ফিরে যেতে দেওয়া হবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন, তারা নিজেরাই বলছিল যে তারা ঝুঁকিতে আছেন। তাদের একজন বাবাকে বলছিল যে, আমি বিশেষ প্রয়োজনে আত্মগোপন করেছি। তারা নিজেরাই বলছিল যে তারা ঝুঁকিতে রয়েছে। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।

তিনি বলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল-কোন কোন রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে প্ররোচনা দিয়েছে, পরবর্তীতে যে আন্দোলন সহিংস রূপ নিল- এগুলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি।‌ এগুলোর উত্তরও তারা দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখনো তাদেরকে গ্রেপ্তার করিনি। আমাদের হেফাজতে আছে। আমরা শিগগিরই চিন্তা করছি তাদের ঝুঁকিটা যদি মুক্ত হয়ে যায় তাহলে আমরা তাদের ছেড়ে দিতে পারব কিনা, সেটি হিসাব-নিকাশ করছি। পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তাহলে তখনই তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

গত শুক্রবার বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ হেফাজতে নেয়। পরে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST