1. shahajahanbabu@gmail.com : admin :
কাশ্মীরে যশের সঙ্গী অন্য এক নায়িকা ! - Pundro TV
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন



কাশ্মীরে যশের সঙ্গী অন্য এক নায়িকা !

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বিয়ের সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও টালিউড নায়িকা নুসরাত ও অভিনেতা যশ দাশগুপ্তের সম্পর্কটা যে মধুর সেটি কার না জানা!  কলকাতার পৌরসভার নথিতে ফাঁস হওয়া তথ্যানুযায়ী নুসরাতের সন্তান ঈশানের বাবাও এই যশ। যদিও বিষয়টি আগেই টের পেয়েছিলেন সিনেপ্রেমীরা। কেননা সন্তান জন্মদান থেকে শুরু করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত নুসরাতের দেখভাল করেছেন যশই। নিখিলের সঙ্গ ছাড়ার পর থেকে টালিউড নায়িকার ছায়া হয়ে পাশে ছিলেন যশ।

জানা গেছে, ছেলে ও সঙ্গীকে রেখেই কলকাতার অভিনেত্রী এনা সাহার সঙ্গে কাশ্মীরে উড়াল দিয়েছেন যশ।  তাও আবার অন্য একজন অভিনেত্রীর সঙ্গে। এনা জানিয়েছেন, লক্ষ্মীপূজা সেরে বুধবার রাতে তার সঙ্গে ভূস্বর্গ কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন যশ।

 

ভারতীয় গণমাধ্যমের খবর, সিনেমার কাজেই এনা সাহার সঙ্গী হয়েছেন যশ। কাশ্মীরে তাদের নতুন সিনেমা ‘চিনে বাদাম’-এর গানের দৃশ্যের শুটিং হবে। সিনেমাটির সংলাপ দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। কেবল গানের শুটিং বাকি ছিল। কাশ্মীরের নজরকাড়া লোকেশনে গানগুলোর ভিডিও ধারণ করা হবে।

https://www.facebook.com/pundrotvbd/videos/610304516994854

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST