1. shahajahanbabu@gmail.com : admin :
আন্দোলনকারীরা আসামি বহন করা প্রিজন ভ্যান আটকে দিলেন - Pundro TV
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:২৬ অপরাহ্ন



আন্দোলনকারীরা আসামি বহন করা প্রিজন ভ্যান আটকে দিলেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪

আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন। তাদের বাধার মুখে পড়েছে আসামি বহন করা প্রিজন ভ্যান।

বুধবার ( ১০ জুলাই) বিকাল ৩টার পর ডিএমপি মোহাম্মদপুর থানা থেকে ছেড়ে আসা একটি প্রিজন ভ্যান কাওরানবাজার মোড়ে প্রবেশ করতে চাইলে আন্দোলনকারীরা গাড়িটিকে অতিক্রম করতে বাধা দেয়। বাধার মুখে বাধ্য হয়ে আসামি বহন করা গাড়িটি বন্ধ করে পুলিশ সদস্যদের এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স ও সংবাদ মাধ্যমের গাড়ির মতো জরুরি পরিবহন ছাড়া অন্য কোনও যানবাহনকে চলতে দিচ্ছেন না। গাড়িটিতে দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য বলেন, আমরা মোহাম্মদপুর থানা থেকে কোর্টের দিকে যাচ্ছিলাম। বাকিপথ আসতে পারলেও কাওরানবাজার পৌঁছালে আমাদের সামনে যেতে দিচ্ছে না।

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আজ এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। তবে আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST