ফেসবুকে লোভনীয় চাকরি, ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাকমেইল করে অসামাজিক কাজে বাধ্য করছিল একটি চক্র। সেই চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে সিআইডির পুলিশ কমিশনার আজাদ রহমান বলেন, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় সিআইডির সদর দপ্তর মালিবাগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া।