1. shahajahanbabu@gmail.com : admin :
পপিকে নিয়ে গুঞ্জন - Pundro TV
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন



পপিকে নিয়ে গুঞ্জন

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১ নভেম্বর, ২০২১

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির খোঁজ মিলছে না বহুদিন ধরেই। পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী কারও কাছেই নেই এ নায়িকার কোনো খবর। কোথায় আছেন, কী করছেন কোনো তথ্যই দিতে পারছেন না তার শোবিজের কাছের মানুষেরাও। দীর্ঘদিন ধরে বন্ধ আছে পপির ব্যবহার করা পুরনো নম্বরটিও। পপির এমন আড়াল হওয়ার ঘটনায় প্রতিনিয়তই তাকে নিয়ে নানা গুঞ্জন তৈরি হচ্ছে। এর মধ্যে কদিন আগেই গুঞ্জন ওঠে পপি বিয়ে করে সংসারি হয়েছেন। আর সম্প্রতি গুঞ্জন উঠেছে তিনি নাকি মা হয়েছেন! গত দুদিন ধরেই এই নায়িকার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে শোবিজপাড়ায়। শোনা যাচ্ছে ২৮শে অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন পপি।

৫ই নভেম্বর ছিল তার নির্ধারিত তারিখ। কিন্তু সময়ের আগেই নাকি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। গুঞ্জনের সত্যতা জানতে যোগাযোগ করা হয় পপির ব্যক্তিগত নম্বরে। কিন্তু বরাবরের মতোই নম্বরটি বন্ধ পাওয়া গেছে। এর আগেও ক্যারিয়ারে একাধিকবার গুঞ্জনের মুখে পড়েছিলেন পপি। শুরুর দিকে নায়ক শাকিল খানের সঙ্গে বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল তার। শাকিল-পপি জুটির জনপ্রিয়তার সূত্র ধরেই এ গুঞ্জন ছড়িয়েছিল বলে ধারণা ফিল্মপাড়ার অনেকের। তারপর বিয়ে করে সংসারী হয়েছেন শাকিল খান। এছাড়া বছর খানেক আগে নায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল পপির। দুই বছর প্রেম করে ২০১৭ সালের ১৭ই ফেব্রুয়ারি বিয়ে করেন জায়েদ-পপি। এমন কথাও শোনা গিয়েছিল সে সময়। যদিও বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন জায়েদ খান। চলতি বছর জানুয়ারিতে পপির বিয়ের খবর শোনা যায়। ওই সময় জানা যায়, রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়েছেন পপি। থাকছেন কূটনৈতিক পাড়ার আশপাশে। ফিল্মপাড়ার একজন জানান, বিয়ে হয়েছে কিনা জানি না। তবে পপি তার প্রেমিকের দেয়া ফ্ল্যাটে থাকছেন। এদিকে, গত বছর পপি অভিনয় শুরু করেন ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায়। এটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। সিনেমার কাজ প্রায় শেষ হলেও বাকি আছে পপির কিছু অংশের শুটিং ও ডাবিং। তাই নায়িকার খোঁজ করছেন পরিচালক। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিষেক হয় পপির। তারপর তিনি উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে পপির ঝুলিতে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST