1. shahajahanbabu@gmail.com : admin :
পদত্যাগ করছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী - Pundro TV
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন



পদত্যাগ করছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুন, ২০২৪

প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো। রবিবার (৯ জুন) সন্ধ্যায় তিনি এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বাধীন সাত দলীয় জোট এবারের ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে ভালো ফল করতে পারেনি।

পরিস্থিতি আঁচ করতে পেরেই আলেক্সান্ডার দ্য ক্রো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। যদিও পদত্যাগের বিস্তারিত কারণ জানাননি আলেক্সান্ডার। রবিবার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, আজকের সন্ধ্যাটি সত্যিই খুব কঠিন ও দুঃখজনক।

রোববার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে ভোট দেন বেলজিয়ামের ভোটাররা। একই সময়ে তারা দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন। বেলজিয়ামের অভ্যন্তরীণ নির্বাচনে এবার ভালো ফল করেছে দেশটির ডানপন্থি দল ভ্লামস বেলাং পার্টি। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে এখনও খানিকটা পিছিয়ে আছে দলটি।

বেলজিয়ামের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রবিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন আলেক্সান্ডার দ্য ক্রো। সোমবার (১০ জুন) তা কার্যকর হওয়ার কথা রয়েছে। এদিকে নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থিদের কাছে ধরাশায়ী হয়ে হঠাৎ আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দল বিশাল ব্যবধানে হারার পরই এমন সিদ্ধান্ত নেন ফরাসি প্রেসিডেন্ট। একইসঙ্গে দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST