1. shahajahanbabu@gmail.com : admin :
ইট মেরে পুলিশ কর্মকর্তার চোখ নষ্ট করে দিলো চার হিজড়া - Pundro TV
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন



ইট মেরে পুলিশ কর্মকর্তার চোখ নষ্ট করে দিলো চার হিজড়া

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪

রাজধানীর পরীবাগে হিজড়াদের হামলায় এসআইয়ের চোখ নষ্ট করে দিয়েছে কয়েকজন হিজড়া। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, অভিযান চালিয়ে এখন পর্যন্ত জড়িত সন্দেহে চার হিজড়াকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন তানিয়া, তন্নী, কেয়া ও সাথী।

এর আগে, বৃহস্পতিবার (৩০ মে) রমনা থানার এসআই মো. মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করছিল। রাত আনুমানিক ৩টার দিকে হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সেখানে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা করে।

একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইট এসআই মোজাহিদের চোখে পড়ে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST