1. shahajahanbabu@gmail.com : admin :
আজ ব্যাংক বন্ধ যেসব এলাকায় - Pundro TV
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০২:১২ অপরাহ্ন



আজ ব্যাংক বন্ধ যেসব এলাকায়

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে ৮৭টি উপজেলার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এসব এলাকায় ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এক নির্দেশনায় বলা হয়, দেশের ৮৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ২৯ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংক সমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা/উপশাখা বন্ধ থাকবে।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৮৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৯ মে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST