বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে করা আলোকসজ্জা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।
সোমবার সকাল ১০টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলো, চুরকুটা গ্রামের বেরজো মাহাতোর ছেলে বুদু মাহাতো (৪৫), মৃত বিমল মাহাতোর ছেলে পলাশ মাহাতো (৪২) ও চান মাহাতোর ছেলে ক্ষিতিশ মাহাতো (৪৫)।
স্থানীয়রা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুরকুটা গ্রামে পুজা মন্ডপের আশপাশে বৈদ্যুতিক আলোকসজ্জা করা হয়। সোমবার সকালে ক্ষিতিশ মাহাতোর বাড়ির উঠানে কাপড় শুকানো তার বিদ্যুতাতিয় হয়।
ওই তারে বুদু মাহাতো জড়িয়ে পড়লে তাকে উদ্ধার করতে গিয়ে আরো তিনজন বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক এ নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষনা করা হয়। বুদু মাহাতোর ছেলে রুবেল মাহাতো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন তিনজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
https://www.facebook.com/pundrotvbd/videos/1067721343994124