সুকণ্যা বিউটিপাল্লার এন্ডস্পা এর ২০ বছর পূর্তি উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকেলে প্রতিষ্ঠানটির জলেশ্বরীতলা সেন্টারে এ উপলক্ষেএক আলোচনা সভা সাংস্কৃতিক অনষ্ঠান ও কেক কাটা হয়। অনুষ্ঠানে আশা অতিথিরা শুভেচ্ছা জানা ।
অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক প্রত্নী বগুড়া মহিলা সংসদ ও প্রশিক্ষন কেন্দ্রের সভাপতি মিসেস শামিমা আকতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রতিষ্ঠানটির গৌরবময় ২০ বছরের সাফল্য তুলে ধারেন। বিশেষ অতিথিরি বক্তব্যে দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা।
প্রতিষ্ঠানটির গৌরবময় ২০ বছরের সংগ্রামের কথা তুলে ধরে সুকণ্যা বিউটি পাল্লার এন্ড স্পার ব্যবস্থাপনা পরিচালক বলেন সকলের ভালো বাসায় আমরা আজ এই পথ পাড়ি দিতে পেরেছি। আশা করি আপনারা আগামীতে আমাদের সাথে থাকবেন ।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্য উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালি,বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ জহুরা ওয়াহিদ, করতোয়া গ্রুপের পরিচালক মোহসিনা হাসনাত,বগুড়া মহিলা সংসদের সাধারন সম্পাদক মাহমুদা হাকিম, পুলিশ নারী কল্যান কমিটি (পুনাক) এর সাধারন সম্পাদক মন্জুরী ইসলাম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠ অনুষ্ঠিত হয়্।
https://www.facebook.com/pundrotvbd/videos/302922304597795