1. shahajahanbabu@gmail.com : admin :
স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্য ব্যবস্থার দাবিতে মোনালিসার চিত্রে স্যুপ ছুড়ে প্রতিবাদ - Pundro TV
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন



স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্য ব্যবস্থার দাবিতে মোনালিসার চিত্রে স্যুপ ছুড়ে প্রতিবাদ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

‘স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্য ব্যবস্থার’ দাবিতে ফ্রান্সের প্যারিসে ল্যুভর মিউজিয়ামে থাকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার গায়ে স্যুপ ছুড়ে প্রতিবাদ জানিয়েছেন দুই নারী।

ষোড়শ শতাব্দীর শুরুর দিকে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনাসিল বিশ্বখ্যাত চিত্রকর্মগুলোর অন্যতম। ল্যুভর মিউজিয়ামে বুলেট প্রুফ স্বচ্ছ কাঁচের দেয়ালের পেছনে ছবিটি রাখা। তাই ছুড়ে দেয়া স্যুপ সেটির ক্ষতি করতে পারেনি বলেই আশা করা হচ্ছে। খবর বিবিসির।

এই ঘটনার একটি ভিডিও অনলাইনে প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই নারী বিক্ষোভকারী মোনালিসার সামনে গিয়ে হাতে থাকা স্যুপের কাপ থেকে সেটির দিকে স্যুপ ছুড়ে মারছেন। এরপর তারা সামনের নিরাপত্তা ব্যারিকেড পেরিয়ে ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকেন। তাদের একজনের গায়ে ‘ফুড রেসপন্স’ লেখা টি-শার্ট দেখা গেছে। তারা স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে ‘স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্য ব্যবস্থার’ অধিকার নিশ্চিত করার দাবি জানান। বলেন, “আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ হয়ে পড়েছে।”
তাদের স্লোগানের মধ্যেই মিউজিয়ামের নিরাপত্তাকর্মীরা তাদের সামনে কালো পর্দা টেনে দাঁড় করিয়ে দেন এবং কক্ষটি থেকে দর্শণার্থীদের বের করে দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST