1. shahajahanbabu@gmail.com : admin :
কিশোরগঞ্জ-সৈয়দপুর নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেন - Pundro TV
বুধবার, ০১ মে ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন



কিশোরগঞ্জ-সৈয়দপুর নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

আসিফ ইশতিয়া লিওনঃ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নীলফামারী ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোখছেদুল মোমিন৷ তিনি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে সমাবেশ করেন।

শুক্রবার(৮ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ বৈশাখী হোটেলের পাশে নিজস্ব অফিস উদ্ধোধন ও সমাবেশ করেন।

নির্বাচনী আচরণ বিধিতে বলা হয়েছে, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীর পক্ষে মিছিল-সমাবেশ করা যাবে না। তবে আচরণবিধির তোয়াক্কা না করেই সমাবেশ করেছেন এ আওয়ামী লীগের নেতা।

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার কয়েকশত সমর্থক নিয়ে এ আয়োজন করেন। তার সমর্থকরা এসময় তার নামে বিভিন্ন শ্লোগান দেয়। প্রায় কয়েকশত মানুষ সারি সারি বসে আছেন এ সমাবেশে। সমাবেশে নির্বাচনী বক্তব্যে তার পক্ষে ভোট চায় বক্তব্যরা। এসময় দীর্ঘ বক্তৃতায় তার পক্ষে ভোট চেয়ে সমর্থকদের হাত তুলে শপথ করায়।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন বলেন, সভা সমাবেশ স্বাভাবিক। আমরা দোয়া মাহফিল করেছি। এখন নির্বাচনে এমন বিষয় স্বাভাবিক।

এবিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি৷

এবিষয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অনুমতি সাপেক্ষে রাজনৈতিক সমাবেশ করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST