1. shahajahanbabu@gmail.com : admin :
রমজান মাসে রোজা রাখা নিয়ে এবার যা বললেন বাপ্পী - Pundro TV
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন



রমজান মাসে রোজা রাখা নিয়ে এবার যা বললেন বাপ্পী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ভিন্ন ধমের্র হলেও ইসলাম ধর্মকে সম্মান করেন। শুধু তাই নয়, মহান আল্লাহকেও বিশ্বাস করেন। রমজান মাসে সামর্থ্য অনুযায়ী রোজাদারদের ইফতারের ব্যবস্থাও করে থাকেন বলে জানিয়েছেন বাপ্পী।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া তার অভিনীত ‘শত্রু’ সিনেমার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাপ্পী। এ সময় তিনি বলেন, আমি ইসলাম ধর্মকে প্রচণ্ড সম্মান করি। আপনারা দেখবেন, আমি আল্লাহর নাম নেই। কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি।

এ অভিনেতা বলেন, আমি সবসময় বলি, আজানের শহর ঢাকা শহর। সারাবিশ্বে এমনটা নেই। আমি যখন শুক্রবার ঢাকায় বের হই, তখন দেখতে পাই পুরো ঢাকায় রাস্তায় নামাজ পড়ছে মানুষ। এর থেকে বড় শান্তি আর কিছু হতে পারে না।

প্রসঙ্গত, কিছু দিন আগে একটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়— রমজান মাসে রোজা রাখছেন নায়ক বাপ্পী, যা মিথ্যা ও বানোয়াট খবর বলে জানান তিনি।

এ ব্যাপারে এই তারকা বলেন, আমি কেন রোজা রাখব? বাপ্পী রোজাদার মানুষদের সাপোর্ট করতে পারে। সে প্রতিদিন ৫০০ মানুষকে ইফতার দেওয়ার চেষ্টা করছে। আমি সাধারণত অন্যদের মতো ফলোআপ করে লাইভ করে বেড়াই না।

তিনি আরও বলেন, কেউ যদি আমাকে বলে ভাই রোজা আছি। আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না। কিন্তু কেউ ধর্ম নিয়ে কথা না বলুক।
সবশেষ তিনি বলেন, আমাকে নিয়ে যারা ভ্রান্তি ছড়াচ্ছেন, এটা খারাপ। আর যদি আমি অবশ্যই আল্লাহর নামে রোজা রাখি, তা হলে সেটা সম্মানের। এটা খারাপ কিছু নয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST