প্রথমবারের মতো স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে নতুন নৌজাহাজ নির্মাণ করছে রাশিয়া। নতুন এ প্রযুক্তির সাহায্যে সমুদ্রে চলাচলের সময় রাডারের মাধ্যমে জাহাজটিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়বে।
আরআইএ’র বরাত দিতে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার (৮ জুন) এমন খবর দিয়েছে।
রয়টার্স জানায়, কোর্ভেট জাহাজটির অবকাঠামো হবে মার্কারি বা পারদের। এটির নাম দেওয়া হয়েছে প্রকল্প ২০৩৮৬। ইতোমধ্যে জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী বছর নৌবাহিনীর হাতে সমর্পণ করা হবে জাহাজটি।
এছাড়া জাহাজটিতে থাকছে কামান, ক্রজ ক্ষেপণাস্ত্র ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকছে। ডুবোজাহাজ খুঁজে বের করে তা ধ্বংস করার সক্ষমতাও দেওয়া হবে এই জাহাজকে।
জানা গেছে, নৌবাহিনীর আধুনিকায়নে ব্যাপক খরচ করছে রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞায় সংকটে থাকা সামরিক বাহিনীকে পুনর্গঠনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টার অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মার্কারি বা পারদের জাহাজে রাডার শোষণকারী আবরণ থাকে। এছাড়া বিশেষ গঠনের কারণে উপরিভাগে প্রসারণ ও ফাটলের শঙ্কাও কমে আসে। জাহাজটিতে যৌগিক উপাদান ও বিশেষ রঙ ব্যবহার করা হবে।