1. shahajahanbabu@gmail.com : admin :
সেন্ট পিটার্সবার্গে এস-৪০০ মোতায়েন করল রাশিয়া - Pundro TV
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন



সেন্ট পিটার্সবার্গে এস-৪০০ মোতায়েন করল রাশিয়া

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ও  গুরুত্বপূর্ণ বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গ থেকে সোভিয়েত যুগের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ সরিয়ে ফেলা হয়েছে। তার পরিবর্তে ঐ নগরীতে অত্যাধুনিক প্রযুক্তির এস-৪০০ মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিবেশী দেশ ফিনল্যান্ড। এ খবর জানিয়েছে মস্কো টাইমস । গুগল আর্থ থেকে নেওয়া সেন্ট পিটার্সবার্গের একটি ছবি প্রকাশ করে ফিনল্যান্ডের গণমাধ্যম এ বিষয়ে একটি প্রতিবেদন   প্রচার করে।

এতে মার্কো একলুন্দ নামে ফিনল্যান্ডের এক সামরিক বিশেষজ্ঞের বরাত দিয়ে বলা হয়, সেন্ট পিটার্সবার্গের চারদিকে আগে কমপক্ষে ১৪টিএস-৩০০ মোতায়েন ছিল। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে এগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখন এসব স্থানে অত্যাধুনিক প্রযুক্তির এস-৪০০ বসানো হচ্ছে।

উত্তর-পূর্বাঞ্চলে নতুন এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে ওসকিল নদীর পূর্ব তীরের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার দাবি করেছেন দেশটির সেনারা। ইউক্রেনের ওই এলাকায় রুশ ও ইউক্রেনের সেনাদের সম্মুখ লড়াই চলছে। ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধে খারকিভ অঞ্চল থেকে প্রায় সম্পূর্ণ পিছু হটেছেন রুশ সেনারা। খবর রয়টার্সের।

ইউক্রেনের এক আঞ্চলিক নেতা বলেছেন, আমাদের পরবর্তী লক্ষ্য প্রতিবেশী লুহানস্ক পুনর্দখল করা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেনারা।

উত্তর-পূর্বাঞ্চল ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছেন ইউক্রেনের সেনারা। তবে এ মাসে তারা উত্তরে খারকিভ অঞ্চলে নাটকীয় অগ্রগতি ধরে রেখেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসকে বলেন, ইউক্রেনকে বড় মূল্য চুকাতে হচ্ছে। কিন্তু অনেকে রাশিয়াকে যেভাবে ক্ষমতাধর ও সক্ষম বলে আসছিলেন, সেভাবে রুশ বাহিনী অগ্রগতি অর্জন করতে পারেনি। মূলত রুশ বাহিনী ইউক্রেনে ব্যর্থ বলেই দাবি তার।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী এনারগোতাম বলেছে, মাইকোলাইভ অঞ্চলে দেশের দ্বিতীয় বৃহৎ পারমাণবিক কেন্দ্রের চুল্লি থেকে মাত্র ৩০০ মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

https://www.facebook.com/pundrotvbd/videos/1294848487938245

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST