1. shahajahanbabu@gmail.com : admin :
শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা এত তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস - Pundro TV
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন



শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা এত তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বাংলার জ্বলন্ত সমস্যা বেকারত্ব। সেই বেকারত্বকে কেন্দ্র করেই ‘শর্টকাট’ ছবির গল্প বুনেছেন নচিকেতা চক্রবর্তী। পরিচালনায় সুবীর মণ্ডল। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির প্রচার ঝলক। মুখ্য চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী। ছবির প্রচার অনুষ্ঠানে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি অপু বিশ্বাস।

প্রশ্নছেলে কোথায়?

অপু: বাংলাদেশে, বাড়িতে রেখে এসেছি ওকে।

 

প্রশ্ন: আপনাকে ছাড়া থাকতে পারে?

অপু: ওকে ছোটবেলা থেকে তেমন ভাবেই বড় করেছি। কাজ আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেটা ওকেও আমার বোঝানো উচিত।

 

প্রশ্নকেন ‘শর্টকার্ট’ ছবির মাধ্যমেই কলকাতার ছবিতে প্রবেশ করার সিদ্ধান্ত নিলেন?

অপু: আমি বহু বাণিজ্যিক ছবি করেছি। এখনও করে চলেছি। তবে এই ছবিটার জন্য নিজেকে অনেকটা ভাঙতে হয়েছে আমায়। তাই এই সিদ্ধান্ত। গোটা টিম আমাকে খুব সাহায্য করেছে।

 

প্রশ্ন২০০৭-এ আপনার সিনেমা জগতে হাতেখড়ি। কেন এত বছর লেগে গেল এ পার বাংলায় কাজ করতে?

অপু: ছেলে হওয়ার পর অনেকটা মোটা হয়ে গিয়েছিলাম। সেই জন্যও কিছু দিনের বিরতি নিতে হয়েছিল। আর সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম।

 

প্রশ্নসন্তান জন্মানোর পর নায়িকা হিসাবে ফের ক্যামেরার সামনে দাঁড়ানো কতটা কঠিন?

অপু: আমার কঠিন মনে হয় না একদমই। আমার সন্তান জন্মেছে, তাই মোটা হয়ে গিয়েছি। এই নিয়ে কেউ গসিপ কিংবা ট্রোল করলে আমার খারাপ লাগে না। বরং ভালই লাগে। আমার সন্তানের জন্মের পরও আমি নায়িকার চরিত্রে অভিনয় করছি। কলকাতায় ছবি মুক্তি পাচ্ছে। আর কী চাই!

প্রশ্নট্রোলিং প্রভাব ফেলে ?

অপু: আমি উপভোগ করি। ট্রোল না হলে বরং ভাল লাগে না। মানুষের মাঝে থাকা যায় না। তবে আমি খুব কম ট্রোল হয়েছি। মানুষের জীবনের নিজস্ব একটি যাত্রাপথ থাকে। তা কখনও ‘পজিটিভ’ হয় কখনও বা ‘নেগেটিভ’। তাই ট্রোলিং আমার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কোনও দিনই আমাকে প্রভাবিত করে না।

প্রশ্নঅপু বিশ্বাসের জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন?

অপু: অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা— সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভাল হত।

প্রশ্নআর কোন ঘটনায় খুশি?

অপু: মা হয়েছি। ভুল করে হলেও…।

প্রশ্নঅর্থাৎ বিয়ে-সন্তান নিয়ে আক্ষেপ করেন?

অপু: আপনি প্রশ্ন করলেন, তাই উত্তর দিলাম। তবে এটা সত্যি বিয়ে না হলে তো মা হওয়াও হত না।

প্রশ্নশাকিব খানের সঙ্গে আবার কবে পর্দায় দেখা যাবে?

অপু: দর্শক যে দিন চাইবেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST