1. shahajahanbabu@gmail.com : admin :
বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক - Pundro TV
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন



বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ জুলাই, ২০২২

হলিউডের বহুল চর্চিত জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক শনিবার বিয়ে করেছেন। লাস ভেগাসে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বিয়ের বিষয়টি জেনিফার নিজেই নিশ্চিত করেছেন ভক্তদের। তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।’

এর আগে গত এপ্রিলে বাগদানের ঘোষণা দিয়েছিলেন জেনিফার লোপেজ। জুলাইয়ে এসে বিয়ের ঘোষণা দিলেন ‌‘বেনিফার’ খ্যাত এই জুটি।

জেনিফার ও বেনের সম্পর্ক দুই দশকের বেশি পুরনো। কিন্তু নানা উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। ২০০২ সালেও একবার বাগদান সেরেছিলেন। পরের বছর বিয়ে হওয়ার কথাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয়নি। ২০০৪ সালে তারা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এরপর আলাদা আলাদা সংসার পেতেছেন জেন ও বেন অ্যাফ্লেক। বেন ২০০৫ সালে বিয়ে করেছিলেন জেনিফার গার্নারকে। তাদের তিনটি সন্তানও আছে। ২০১৮ সালে তাদের ছাড়াছাড়ি হয়। এদিকে, বেনের আগে জেনিফার লোপেজ তিনবার বিয়ে করেছেন। গায়ক মার্ক অ্যান্থনির সাথে জেনিফার লোপেজের ১৪ বছর বয়সী যমজ সন্তান আছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST