বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার গ্রুপের বার্ষিক স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ এপ্রিল ,২০২২ বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সেমিনার কক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের সাধারন সম্পাদক ও জেলা রোভার স্কাউট লিডার স্কাউটার নুরউদ্দিন মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। ১ম পর্বে স্কাউট ওন যেখানে রোভার স্কাউট সদস্যরা কোরআন তেলোয়াত, হামদ, নাদ, কেরাত, উপাখ্যান উপস্থাপনা করেন। আর ২য় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রথমেই স্কাউট ওন সম্পর্কে বক্তব্য রাখেন জেলা রোভারের সম্পাদক স্কাউটার মোহাম্মদ এমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার গ্রুপের সভাপতি অধ্যক্ষ মোঃ আবু সাইম জাহান, সহ-সভাপতি উপাধ্যক্ষ সাজু মোহাম্মদ শাহ্জাদা । বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের যুগ্ম সম্পাদক স্কাউটার আরিফুর রেজা এএলটি, সহ-সভাপতি স্কাউটার আব্দুস ছামাদ, সহকারী কমিশনার স্কাউটার আবুল কালাম আজাদ, এ এল টি প্রতিনিধি স্কাউটার জুহুরুল ইসলাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্কাউটার আব্দুর রাজ্জাক, স্কাউটার আজিজুল আমান,স্কাউটার বাবুল হোসেন, স্কাউটার হাসান আলী, স্কাউটার মোস্তাক আহম্মেদ, স্কাউটার রেদোয়ান ইবনে কাফিসহ বর্তমান সকল রোভার ও গার্ল ইন রোভার সদস্যবৃন্দ।
সমবেতভাবে স্কাউট প্রতিজ্ঞা পাঠ শেষে স্কাউটস ওনের মূল্যায়ন পর্ব শুরু হয়। আগত অতিথিগণ অনুষ্ঠানের মূল্যায়ন করেন। সর্বশেষ নিরব প্রার্থনা ও ইফতার এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।