গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত সিসা-এমইএ প্রকল্পের আওতায় বগুড়ায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল)বগুড়ার বিসিক শিল্পনগরী মেসার্স আল মদিনা মেটাল ওয়ার্কস প্রশিক্ষণ ভেন্যুতে, পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক ড. মোঃ আরিফ জুয়েল এর উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মেসার্স আল মদীনা মেটাল ওয়ার্কস এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল মালেক, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর কোর্স কোর্ডিনেটর মোঃ রিয়াদ মাহমুদ এবং বগুড়া সিসা এমইএ প্রকল্প, সিমিট এর মেশিনারি ডেভেলপমেন্ট অফিসার মোঃ ফজলুল করিম। উক্ত প্রশিক্ষণে বগুড়া বিসিক শিল্পনগরীর ৪টি কারখানার মোট ২০ জন কর্মী অংশগ্রহণ করেন।