1. shahajahanbabu@gmail.com : admin :
যে কারণে চিত্রনায়িকা হতে চান না দীঘি - Pundro TV
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন



যে কারণে চিত্রনায়িকা হতে চান না দীঘি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

ছোট দীঘি বড় হয়েছেন। সিনেমার নায়িকা হিসেবেও নাম লিখিয়েছেন। তাঁর নামের আগে শিশুশিল্পীর জায়গায় লেখা হয় চিত্রনায়িকা। তবে এই পরিচয়ে নিজেকে পরিচিত করতে চান না প্রার্থনা ফারদিন দীঘি। জানালেন কেন তিনি চিত্রনায়িকা হতে চান না।

দীঘি বলেন, ‘চিত্রনায়িকা হওয়াটা ইজি। আমি যখন বড় হয়ে সিনেমায় নাম লেখাই, তখনই আমার নামের পাশে চিত্রনায়িকা যোগ হয়ে গেছে। সিনেমা করছি চিত্রনায়িকা হয়ে, কিন্তু “অভিনেত্রী” সবার নামের শেষে যোগ হয় না। এটা অনেক কঠিন। জেনে কাজ করলে অভিনয়ে দক্ষ হয়। তখন কাউকে বলা যায় অভিনেত্রী। এটা অনেক সাধনার বিষয়। এ জন্য পর্দায় অভিনয় দিয়ে দর্শকের কাছ থেকে শুনতে হয়, অসাধারণ অভিনয় করেছি। আমরা অনেক চিত্রনায়িকা দেখেছি, কিন্তু সবার নামের পাশে “অভিনেত্রী”বসে না। আমি স্বপ্ন দেখি আমার নামের পাশে “অভিনেত্রী” শব্দটা একদিন বসবে। আমি দক্ষ অভিনয়ের সেই চরিত্রের চ্যালেঞ্জ নিতে চাই।’

 

নায়িকা হিসেবে নাম লেখানোর পর টিকটক, প্রেমে গুজবসহ বিভিন্ন কারণে আলোচনা সমালোচনায় থাকেন দীঘি। তিনি মনে করেন, চিত্রনায়িকা হয়ে গেলে গুজব আসবেই। প্রথম দিকে মানিয়ে নিতে পারতাম না। পরে মনে হয়েছে, চিত্রনায়িকাদের গুজবই স্বাভাবিক। আমি চিত্রনায়িকা হিসেবে ওপরে উঠছি, সবাই আমাকে আরও বেশি চিনছে, আমাকে নিয়ে কথা বলছে, এখন এসব মানিয়ে নিয়েছি। রিউমার সব সময় রিউমারই থাকে। যখন সুযোগ আসে আমি তার ব্যাখ্যা করি। তবে একই বিষয় নিয়ে ধারাবাহিক রিউমার পছন্দ হয় না।’

 

শিশুশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দীঘি। সেই খ্যাতিকে এখনো ছাড়িয়ে যেতে পারেননি। কারণ, তাঁর অভিনীত ‘তুমি আছো তুমি নেই’সহ দুটি সিনেমাই সেভাবে ব্যবসা করতে পারেনি। দীঘি এ নিয়ে চিন্তিত নন । তিনি বলেন, ‘আমি জানতাম না বড় হয়েছি। সিনেমায় নায়িকা হিসেবে চুক্তি করার পর দেখলাম আমার নামের পাশে চিত্রনায়িকা লেখা হচ্ছে। তখনই জানলাম ওহ, আচ্ছা আমি বড় হয়েছি। তারপর থেকে এখনো কাজ করে যাচ্ছি। সফলতা তো এক দিনে আসবে না। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রের অভিনয়ের সফলতা কিন্তু এক দিনে আসেনি।’

 

এই সময় দীঘি আরও জানান, শিশুশিল্পী হিসেবে ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা পরিশ্রম করতে হয়েছে। এখন তিনি অপেক্ষায় আছেন ভালো গল্পের চরিত্র পেলেই আবারও দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারবেন। ওটিটিসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে এই সফলতা আসবে। দীঘি বলেন, ‘মুজিব: একটি জাতির রূপকার’ ও অনুদানের সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ দর্শকেরা ভিন্ন দুটি চরিত্রে দেখবেন। ঈদের পর তিনি নতুন কাজের খবর দেবেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST