বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভারের নির্দেশনায় ও বগুড়া জেলা রোভার ফোরামের ব্যবস্থাপনায় (১১ ফেব্রুয়ারি’২২) আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র নওদাপাড়া বগুড়ায় শুক্রবার দিন ব্যাপি জেলার কলেজ পর্যায় শিক্ষা-প্রতিষ্ঠানের রোভার স্কাউট দলের রোভার, গার্ল ইন রোভার ও সাবেক রোভারদের নিয়ে কমিউনিটি ভেঞ্চার ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক। স্কাউটার হাসান আলীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা রোভারের কোষাধ্যক্ষ সৈয়দ মোস্থফা কামাল। সেসময় উপস্থিত ছিলেন স্কাউটার শামীমা আক্তার, স্কাউটার রেদোয়ান ইবনে কাফি,স্কাউটার মোকছেদ আলী, স্কাউটার ড. শফিকুল ইসলাম, স্কাউটার রকিবুল হাসান, রোভার ইনজামাম, শামিমুল ইসলাম, সাবেক রোভার সোহাগ,শামিম, টুশি,স্বর্ণা সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক রোভার ও গার্ল ইন রোভার। দিন ব্যাপি এ আয়োজনে কমিউনিটি ভেঞ্চার, ব্যাক উডস ম্যান কুকিং, ম্যাট্রিক্স গেম, স্কিল অফ স্কাউটিং, সিম্বলিক ফ্রেম সহ বিভিন্ন চ্যালেঞ্জ বাস্তবায়ন করা হয়। ভেঞ্চার ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী(এল.টি), অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান । দলীয় উপস্থাপনা আয়োজনের মাধ্যমে শেষ হয় কমিউনিটি ভেঞ্চার ক্যাম্প ।