বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ সরদার এর বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষর করে ব্যক্তিগত কাজে দীর্ঘ সময়ের জন্য প্রায়ই বাহিড়ে যাওয়ার অভিযোগ উঠেছে । গত সোমবার(৭জুলাই) স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর করে ব্যক্তিগত কাজে কোথাও গিয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে স্কুল পরিদর্শন করতে যান কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। তবে স্কুলে এসে ভারপ্রাপ্ত ঐ প্রধান শিক্ষক কে সেখানেই উপস্থিত দেখতে পান বলে জানান তারা। এছাড়াও তারা বলেন আমাদের একটি ফোন নাম্বার থেকে ফোন করে বলা হয় প্রধান শিক্ষক উপস্থিত নেই। আমরা আগেও এমন অভিযোগ পাওয়ায় আজ তৎক্ষণাৎ পরিদর্শনে এসেছি তবে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রধান শিক্ষকের স্কুলে ডিউটি অবস্থায় কখনোই তিনি অন্য পেশার কাজ করেন না। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যে নাম্বার থেকে শিক্ষা অফিসারদের ফোন দেয়া হয়েছিল সেটা স্থানীয় বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন এর নাম্বার। তার সাথে আমার কোন শত্রুতা নেই তবে আমার পারিবারিক একটি বিষয় তিনি আপোষ করে দিতে টাকা চেয়েছিলেন সেটা আমি দিতে অস্বীকৃতি জানাই। এর আগে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। প্রথম স্ত্রীর করা একটি মামলায় হাজত দীর্ঘদিন হাজত খাটা এবং চতুর্থ স্ত্রীর করা অভিযোগে আটকও হয়েছিলেন তিনি।