শুধু ক্রিকেট পিচে ব্যাট হাতেই নয়, নাচের তালে পা মেলাতেও বেশ পটু অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুনের নাচের ভঙ্গি অনুকরণ করে সেটাই প্রমাণ করলেন এই ক্রিকেটার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে পুষ্পার ‘শ্রিভালি’ গানের তালে নাচের ওই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার।
নিজের ভঙ্গিতে ক্রিকেটারকে নাচতে দেখে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি আল্লু অর্জুন। ওয়ার্নারের পোস্টের কমেন্ট বক্সে ফায়ার ও হাসির ইমোজি দিয়েছেন এই দক্ষিণী তারকা।
ইনস্টাগ্রামের ওই ভিডিওতে ওয়ার্নারকে হাওয়াই শার্ট ও সানগ্লাস পরে পুষ্পার গানের তালে নাচতে দেখা যায়। এমনকি তিনি গানের সেই অংশটিও অনুকরণ করেন যেখানে আল্লু অর্জুনের পা থেকে স্যান্ডেল খুলে যায় এবং তারপর আল্লু অর্জুন আবার নাচ শুরু করেন। ভিডিও ক্যাপশনে ডেভিড ওয়ার্নার লিখেছেন, পুষ্পা, এরপর কী?
এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই ভিডিও ভাইরাল হয়েছে। পোস্ট করার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ১০ লাখের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন।
https://www.facebook.com/pundrotvbd/videos/1337108010048802