মাদক নির্মূল করতে হলে জনসচেতনতা প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শুধু আইনের প্রয়োগ করে সমাজ থেকে এটি নির্মূল করা সম্ভব না।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক শুধু দেশীয় নয় একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাবে দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতিসহ সবকিছুই হুমকির মুখে পড়ে। মাদকের ভয়াল থাবায় দেশের যুবসমাজ ধ্বংস হচ্ছে। এতে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে সরকার বদ্ধপরিকর। উন্নত রাষ্ট্র গড়তে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এ সময় মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।