পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু অসাধু ও অনৈতিক ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট ও মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
আমিনুল হক বলেন, বিএনপি কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ ও মব সৃষ্টিকারীকে প্রশ্রয় দেয় না। যারা এমন কাজে জড়িত, তারা বিএনপির কর্মী হতে পারে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর যা করেছে, বিএনপি তা করবে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি গণতান্ত্রিক দল। আমাদের দলের প্রতিটি নেতাকর্মী জুলুম-নিপীড়নের মধ্য দিয়ে পরীক্ষিত ও সুসংগঠিত।
আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এই ঘোষণায় একটি দলের গায়ে জ্বালা ধরে গেছে। তারা নির্বাচন পেছাতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
সদস্য নবায়ন কর্মসূচি প্রসঙ্গে আমিনুল হক বলেন, আওয়ামী দোসর কিংবা স্বৈরাচারের দালালরা যদি সদস্য হয়ে যায়, তবে তার দায় নিতে হবে সেই দায়িত্বপ্রাপ্ত সংগঠককে। আমরা আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত নেতাকর্মীদেরই মূল্যায়ন করবো।
তৃণমূলে ভালো, যোগ্য ও নৈতিকভাবে দৃঢ় মানুষের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনগুলোতে বিএনপির তৃণমূলকে আরও সুসংগঠিত করতে ভালো মানুষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এসএ সিদ্দিক সাজু এবং আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন।
বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মুহাম্মদ ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য মো. নাছির উদ্দিন, এম এস আহমাদ আলী, শামীম পারভেজ, হুমায়ুন কবির রওশান, হাফিজুর রহমান শুভ্র, জিয়াউর রহমান জিয়া, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর সাবেক সহ-সভাপতি রাজিব আহমেদ, স্বেচ্ছাসেবকদল মিরপুর থানা যুগ্ম আহবায়ক কেএম ইয়াহিয়া সামী, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, আবুল কালাম আজাদ, মো. হানিফ, মাসুম বাবুল, মনোয়ার হাসান জীবন, শাহেন শাহ, থানা বিএনপি সদস্য হাজী নিজাম উদ্দিন, ৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালামত হাওলাদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, ১০০ নং ওয়ার্ড নিএনপি সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সিকদার, দারুসসালাম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আরিফ মৃধা, সায়েম মন্ডল, আলমগীর হোসেন ভুট্টো, এইচ এম ইমরান, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মীর কামাল হোসেন, ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি সেন্টু, মিরপুর ১১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আফজাল হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ শামীম, ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মনসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।