1. shahajahanbabu@gmail.com : admin :
দেখে নিন ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ম্যাচের সূচি - Pundro TV
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন



দেখে নিন ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ম্যাচের সূচি

আন্তর্জাতিক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫

ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ধরা হয় চ্যাম্পিয়ন্স লিগকে এবার সেই জায়গা নিতে শুরু হয়েছে বিশ্বের সেরা ক্লাবগুলোকে নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫’ । যুক্তরাষ্ট্রে চলমান এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইউরোপীয় পাওয়ার হাউজ রিয়াল মাদ্রিদ, যারা ১৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা দল হিসেবেই অন্যতম ফেভারিট।

এবারের আসরে গ্রুপ-স্টেজেই শক্ত প্রতিপক্ষ পাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। আল-হিলাল (সৌদি আরব), পাচুকা (মেক্সিকো) ও সালজবুর্গ (অস্ট্রিয়া)—এই তিন প্রতিপক্ষের বিপক্ষে লড়বে জাবি আলোনসোর শিষ্যরা। রিয়ালের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী গভীর রাতে।

রিয়াল মাদ্রিদের ম্যাচ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

  • ১৯ জুন ২০২৫, রাত ১:০০ — বনাম আল-হিলাল (ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি)
  • ২৩ জুন ২০২৫, রাত ১:০০ — বনাম পাচুকা (ভেন্যু: ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, শার্লট)
  • ২৭ জুন ২০২৫, সকাল ৭:০০ — বনাম সালজবুর্গ (ভেন্যু: লিনকন ফাইনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া)

এই তিন ম্যাচের পর গ্রুপের সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। রিয়াল মাদ্রিদ যদি শেষ ষোলোতে উত্তরণ করে, তবে ২৮ জুন থেকে শুরু হওয়া নকআউট পর্বে আরও বড় লড়াই অপেক্ষা করছে।

বিশ্বজুড়ে রিয়াল সমর্থকদের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও এই ম্যাচগুলোর জন্য রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন দেখার বিষয়, নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জে ইউরোপীয় জায়ান্টরা কতটা সাফল্য পায় ক্লাব বিশ্বকাপের মঞ্চে

ম্যাচগুলো বাংলাদেশ থেকে DAZN-এর স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিনামূল্যে সরাসরি সম্প্রচারিত হবে

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST