1. shahajahanbabu@gmail.com : admin :
টেকসই কৃষি উন্নয়নে চালু হলো খামারি মোবাইল অ্যাপ - Pundro TV
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন



টেকসই কৃষি উন্নয়নে চালু হলো খামারি মোবাইল অ্যাপ

নিউজ ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ মে, ২০২৫

মাঠ পর্যায়ে কৃষকসহ অন্যান্য উপকারভোগির নিকট উন্নত কৃষি সেবা প্রদানে ফসল উৎপাদন পরামর্শক হিসাবে ‘খামারি’ মোবাইল অ্যাপ চালু করেছে কৃষি বিভাগ। অ্যাপটি জিওস্পেশাল প্রযুক্তি নির্ভর একটি স্মার্ট কৃষি অ্যাপ, ফলে কৃষক নিজ জমিতে দাড়িয়ে তাৎক্ষনিকভাবে সেই জমির জন্য উপযোগি ফসল, সার সুপারিশসহ অন্যান্য তথ্য সহজেই জানতে পারবে।

এর ফলে জমির উপযোগি ফসল চাষ এবং সেই ফসলের জন্য সুপারিশকৃত সার প্রয়োগ করা হলে মাটির স্বাস্থ্য রক্ষাসহ অধিক ফলন পাবে চাষিরা।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজনে বুধবার দুপুরে বগুড়ার বীজ প্রত্যায়ন কার্যালয়ে এবিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কৃষি সম্প্রষারণ অধিদপ্তর বগুড়ার আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক মো: আব্দুল ওয়াদুদ। সভাপত্বি করেন বিএআরসির পরিচালক,ড.মোশাররফ উদ্দিন মোল্লা। স্বগত বক্তব্য রাখেন মো: ছাব্বির হোসেন,খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক উপস্থাপনা করেন আল হেলা,ক্রপ জোনিং সিস্টেমের উপর উপস্থাপনা করেন মো: আবিদ  হোসেন চৌধুরীসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

 

বক্তারা বলেন, আমন এবং বোরো ধানে খামারি অ্যাপ ব্যবহারে পর্যালোচনা করে দেখা যায়, আমন ধানের ৩৪টি প্রদর্শনী ট্রায়ালে খামারি অ্যাপ প্রদত্ত সার সুপারিশ ব্যবহারে কৃষক চর্চার তুলনায় সার খরচ প্রতি হেক্টরে ৪,৭৩৫ টাকা সাশ্রয় এবং ৩৪০ কেজি ফলন বৃদ্ধি পায়। যার মূল্য ৩২ টাকা কেজি হিসেবে ১০,৮৮০ টাকা অর্থাৎ হেক্টর প্রতি মোট আর্থিক লাভ ১৫,হাজার ৬১৫ টাকা ।

 

তথ্য মতে ২০২৩ সালে বাংলাদেশে ৫৭ লক্ষ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এ প্রেক্ষিতে সার সংক্রান্ত খামারি অ্যাপের সুপারিশ দেশব্যাপী বাস্তবায়ন করা হলে প্রায় ৮হাজার ৯ শ ৬৫ কোটি টাকা আর্থিক লাভ অর্জন করা সম্ভব হতো।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST