1. shahajahanbabu@gmail.com : admin :
ড. ইউনূসের জন্য বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পারেনি ভারত - Pundro TV
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন



ড. ইউনূসের জন্য বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পারেনি ভারত

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যদি অন্য কারো উপর পড়ত তাহলে ভারত এবং আওয়ামী লীগ আমাদের জঙ্গি রাষ্ট্র বানিয়ে দিত।

‘ভারত যে পরিমাণ মিস ইনফরমেশন, ডিজ ইনফেকশন, বিভিন্ন প্রোপাগান্ডা, মাইনরিটি নির্যাতনের নাটকের গল্প দেখিয়েছে আমরা বাইরের দেশের কাছে খুব বিব্রতকর অবস্থায় পড়তাম।’

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর আইনজীবী সমিতির হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে যেখানে রেখে গেছে সেখানে দেশের দুর্ভিক্ষ হবার কথা, গৃহযুদ্ধ হবার কথা। কিন্তু দেশে কিছু হয়নি। এটাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অবদান। তারা দুর্ভোগ ও দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচিয়েছে। তাদের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত রাজনীতিকরণ হয়েছে, এত আওয়ামী লীগের লোক নিয়োগ হয়েছে যে, তাদের বাতিলও করা যাচ্ছে না আবার কাজেও লাগানো যাচ্ছে না।

আমার বাংলাদেশ (এবি) পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে ব্যরিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের কেউ বর্তমানে বাস করে না। তারা অতীতে বাস করে। রাজনীতি একটি ভবিষ্যৎমুখী বাস্তবতা। মুক্তিযুদ্ধ ও ধর্ম এ দুটি বিষয় নিয়ে আমরা রাজনীতি করব না। এ দুটি বিষয় সম্মানের ও মর্যাদার। সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি ‘আমার বাংলাদেশ পার্টির’ রাজনীতি। এটা হলো নতুন ধারার রাজনীতি। আমরা হাজার হাজার মিটিং করেছি, গবেষণা করেছি, নাগরিকদের বোঝার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি। এতে বুঝেছি নাগরিক শুধু ভোগান্তি কমুক এটাই চায়। আমরা সেই রাজনীতিই করব।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশকে যে নাজুক অবস্থায় রেখে গেছে এটা আমাদের ইতিহাসে কখনো হয়নি। ১৯৭১ সালের যুদ্ধ চলা অবস্থায় আমাদের রাষ্ট্র এভাবে ভেঙে পড়েনি। রাষ্ট্র কাঠামো, স্থানীয় সরকার ব্যবস্থা এই লেভেলে ভেঙে পড়েনি। অর্থনীতি খালি হয়ে গেছে। ট্রেজারি বেতন দিতে পারছে না। এতদিন অর্থনীতির যে গালগল্প বলা হয়েছিল তা ছিল মিথ্যা গল্প।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোমেনশাহী জেলার আহ্বায়ক শাহজাহান মল্লিক, শেরপুর জেলার সদস্য সচিব মুকসিতুর রহমান, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান, জামালপুর এবি যুব পার্টির আহ্ববায়ক শিহাব ইসলাম, শেরপুর জেলা যুব পার্টির আহ্বায়ক এসএম শাহাদাত হোসেন শিবলু ও যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সিদ্দিকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST