জমকালো আয়োজনে বিয়ের পাঁচদিনের মাথায় স্বামী সনি পোদ্দারের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় হানিমুন বাতিলের খবর দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিম জানান, রোববার সনির করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকেই তিনি আইসোলেশনে আছেন।
গত মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকালো আয়োজনে সাত পাকে ঘুরেছেন মিম ও কুমিল্লার ব্যাংক কর্মকর্তা সনি। মঙ্গলবার চারদিনের জন্য মালদ্বীপে হানিমুনে উড়াল দেওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান মিম। বিয়ের পর মিম ও সনির পরিবারের সদস্যদের মধ্যে জ্বরের প্রকোপ দেখা দেওয়ায় সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে; মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে মিম এখনও আক্রান্ত হয়নি।
হানিমুন থেকে ফিরে শনিবার ঢাকার এক হোটেলে সংবাদকর্মী ও সহশিল্পীদের জন্য বিবাহোত্তর আয়োজনের পরিকল্পনা ছিল মিমের; আমন্ত্রিত অতিথিদের ক্ষৃদেবার্তা পাঠিয়ে জানানো হয়েছে, সেই আয়োজনও স্থগিত করা হয়েছে। গত বছরের নভেম্বরে সনি পোদ্দারের সঙ্গে আংটিবদল করেছেন মিম। মিম গণমাধ্যমকে জানান, ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল; দুই পরিবারের সম্মতিতে সেই সম্পর্ক নতুন রূপলাভ করেছে।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।