1. shahajahanbabu@gmail.com : admin :
নিউ ইয়র্কের পাঁচতারকা হোটেল কিনছেন মুকেশ আম্বানি - Pundro TV
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন



নিউ ইয়র্কের পাঁচতারকা হোটেল কিনছেন মুকেশ আম্বানি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

নিউইয়র্কের বিখ্যাত পাঁচতারকা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল নিউইয়র্কের নিয়ন্ত্রণ এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির হাতে চলে আসছে। ভারতীয় ধনকুবের আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মাত্র ৯ কোটি ৮২ লাখ ডলারে হোটেলটির কিনছে বলে রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হোটেলটির ৭৩ দশমিক ৩৭ শতাংশ শেয়ারের অপ্রত্যক্ষ মালিক কেম্যান আইল্যান্ডভিত্তিক কোম্পানি কলম্বাস সেন্টার কর্পকে (কেম্যান) অধিগ্রহণ করতে রিলায়েন্সের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। কলম্বাস সেন্টার কর্প (কেম্যান) কিনে নেওয়ার পরেই এর অন্তর্গত হোটেল ব্যবসা রিলায়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড হোল্ডিংসের অধীনে আসবে।

চলতি বছরের মার্চের শেষের মধ্যেই এই চুক্তি বাস্তবায়ন হবে বলে রয়টার্স জানিয়েছে। হোটেলটির বাকি ২৬ দশমিক ৬৩ শতাংশের মালিকরা চাইলে একই দামে সেই শেয়ারগুলোও কিনে নিতে রিলায়েন্স প্রস্তুত বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST