ডা. শফিকুর রহমান বলেন, যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা তছরুপ, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে তারা পাচার করেছেন।
পথসভায় আরো বক্তব্য দেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যক্ষ মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মো. আনোয়ারুল ইসলাম এবং দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ অন্যান্য নেতারা।
পথসভা শেষে ডা. শফিকুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মাওলানা খোদা বখসের কবর জিয়ারত করেন এবং পরে তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঠাকুরগাঁও কর্মী সম্মেলনে যোগ দিতে রওনা হন।