বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নে ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাইচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আাসামিদের নাম অজ্ঞাত রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে গাবতলী থানায় মামলাটি দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার (৫ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনার সময় তিন শতাধিক অজ্ঞাত নারী-পুরুষ কেন্দ্রে ভাঙচুর চালায়। তারা সরকারি কাজে বাধা সৃষ্টি, গাড়ি ভাঙচুর, কর্মকর্তাদের মারধর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিজিবি সদস্যরা ৩১ রাউন্ড গুলি ছোড়ে। এতে এক নারীসহ গ্রামের চারজন নিহত হন। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।