1. shahajahanbabu@gmail.com : admin :
নতুন সিরিয়াল ‘আলতা ফড়িং’ - Pundro TV
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন



নতুন সিরিয়াল ‘আলতা ফড়িং’

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৫ জানুয়ারি, ২০২২

‘খড়কুটো’ নিয়ে যে আশঙ্কা ছিল, ঠিক তাই ঘটল নতুন বছরের শুরুতে। কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার সেরা দশে জায়গা ধরে রাখতে পারেনি একসময় তালিকার শীর্ষে থাকা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। দর্শক টানার কোনো ম্যাজিক যেন কাজে লাগছিল না। অনেকেই মন্তব্য করছিলেন খেই হারাচ্ছে ‘খড়কুটো’র গল্প। অবশেষে দর্শকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে চ্যানেলে স্লট হারাল ‘খড়কুটো’। বাংলা ছাড়াও এই মুহূর্তে আরও ৪টি ভাষায় সম্প্রচার হচ্ছে সিরিয়ালটি। ১০ জানুয়ারি থেকে রাত ৮টার পরিবর্তে বেলা ৩টায় দেখা যাবে এই ‘খড়কুটো’। আর রাত ৮টায় প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’। ‘আলতা ফড়িং’-এ মূল চরিত্রে অভিনয় করছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়, যাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘শ্রীময়ী’ ধারাবাহিকে। অন্যদিকে নায়িকার চরিত্রে রয়েছেন খেয়ালি মণ্ডল। কেন্দ্রীয় চরিত্রে এটা খেয়ালির প্রথম অভিনয় হলেও এর আগে কালার্স বাংলার ‘মৌ এর বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি নাচে বিশেষ পটু এই অভিনেত্রী। কালার্স ডান্স রিয়েলিটি শো ‘বিন্দাস ডান্স’-এর প্রথম সিজনে প্রতিযোগিতা করেছেন খেয়ালি। ‘আলতা ফড়িং’-এ খেয়ালির মায়ের চরিত্রে অভিনয় করছেন শাওলী চট্টোপাধ্যায়। গ্রামের মানুষের জীবন-সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আলতা ফড়িং’। বছরজুড়ে একের পর এক ঘূর্ণিঝড় আর বন্যায় জর্জরিত উপকূলের মানুষ। তাদের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন ভেসে যায় বন্যার পানির তোড়ে। শহরের অধিকাংশ মানুষের কাছেই সেই সংগ্রাম অজানা। তাই উপকূলবাসীর সেই জীবনের গল্পকেই বেছে নেওয়া হয়েছে সিরিয়ালের জন্য। সিরিয়ালের নায়িকা জিমন‍্যাস্টে দক্ষ। তার মা কাজ করে ইটভাটায়। দারিদ্র্যের সঙ্গে লড়ে স্বপ্নপূরণ করা কঠিন হয়ে দাঁড়ায় তার কাছে। হঠাৎ আসে বন্যা। ডুবে যায় গ্রাম। বন্যার তোড়ে মাকে হারায় খেয়ালি। গ্রামবাসীকে সাহায্য করতে শহর থেকে আসে অর্ণব। বাঁচায় খেয়ালিকে। শুরু হয় গল্পের নতুন মোড়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST