বলিউডের অভিনেতা জ্যাকি ভগনানির সঙ্গে বিয়ের গুঞ্জনের মধ্যে তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী রাকুল প্রীত সিং বলছেন, বিয়ের খবরটি সত্য নয়; গুঞ্জনের বিষয়টি তিনি আমলেও নিচ্ছেন না। গত বছরের অক্টোবরে নিজের জন্মদিনে জ্যাকির সঙ্গে প্রেমের সম্পর্কের ঘোষণা দেন তেলেগু চলচ্চিত্রের এ অভিনেত্রী; তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে ভারতের একটি অনলাইন সংবাদপত্রকে দেওয়া রাকুলের সাক্ষাৎকারের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাকুল বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন; তারা যখন গাঁটছড়া বাঁধবেন তখন জানাবেন। আপাতত কাজে মনোযোগ দিতে চান তিনি। রাকুলের হাতে ছয়টি চলচ্চিত্র আছে; বছরের প্রথমভাগে চারটি চলচ্চিত্র মুক্তির সম্ভাবনা আছে। এর মধ্যে জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’, অমিতাভ বচ্চন ও অজয় দেবগনের সঙ্গে ‘রানওয়ে ৩৪’, আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ডক্টর জি’, ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘থ্যাংকস গড’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রাকুল। ২০০৯ সালে দক্ষিণ ভারতের ‘গিলি’ সিনেমায় অভিনয়ের মধ্যে অভিষেক ঘটে রাকুলের; তামিল, তেলেগু ও হিন্দি ভাষার দুই ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এক দশকের ক্যারিয়ারে ফিল্মফেয়ার পুরস্কারসহ কয়েকটি পুরস্কার পেয়েছেন রাকুল।