বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৫ উপলক্ষে বগুড়া জেলা জাকের পার্টির মূল দল এবং সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিভাগীয় দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জাকের পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল বিন শফিক সনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতা জনাব রুহুল আমিন সিকদার (এমিল)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালাবা ফ্রন্টের সাধারন সম্পাদক মাওলানা কাওছার আহমেদ চাদপুরী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব আব্দুর রশিদ সরদার।
মাহফিলটি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়, দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।