1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার - Pundro TV
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন



বগুড়ায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আবুল কালাম কালা (৭০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আবুল কালাম উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত ছইম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নিহতের নিজ বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়সূত্রে জানা যায়, কালামকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা অন‍্য কোথাও জবাই করে হত‍্যার পর তারই নিজ বাড়ির সামনে লাশ রেখে গেছে। এখানে কোনো আলামত দেখা যায়নি। এঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এবিষয়ে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, উদ্ধার করা বৃদ্ধের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST