বগুড়ার সোনাতলায় চলছে পৌর নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮ থেকে ভোটকেন্দ্রগুলোতে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। ইভিএম পদ্ধতিতে ১১ টি কেন্দ্রে ভোট প্রদান করছেন ১৯ হাজার ৫২৩ জন ভোটার। এরমধ্যে নারী ভোটার রয়েছেন ১০ হাজার ১১৯ এবং পুরুষ ভোটার রয়েছেন ৯ হাজার ৪০৪ জন ।
প্রতিটি ভোটকেন্দ্রে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এ নির্বাচনে নিয়োগ করা হয়েছে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এর পাশাপাশি তাদের সহযোগিতায় রয়েছেন আনসার, পুলিশ এবং দুই প্লাটুন বিজিবি।
এদিকে ভোট কেন্দ্রে আসা অনেকেই অভিয়োগ করেছেন তাদের পছন্দের প্রার্থীর মার্কায় ভোট দিতে পারেন নাই। বরং জোর করে অন্য প্রার্থীর মার্কায় ছিল দিয়েছে।
অপর দিকে কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এসময় সতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নুকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। পরে পুলিশ ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন।
নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী আসনে ১১ জন, এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
https://www.facebook.com/pundrotvbd/videos/576656653589057