1. shahajahanbabu@gmail.com : admin :
সুপার ওভারে জিতল নামিবিয়া - Pundro TV
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন



সুপার ওভারে জিতল নামিবিয়া

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪

এক যুগ পর টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি সুপার ওভারের দেখা মিলল। সোমবার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ওমান ও নামিবিয়ার ম্যাচ নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকে। ওমানের করা ১০৯ রানের জবাবে নামিবিয়ার ইনিংস থেমে যায় একই রানে। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

শেষবার ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লাকেল্লেতে সুপার ওভারের ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এবার নবম আসরের তৃতীয় ম্যাচে সুপার ওভারের দেখা মিলল। যেখানে শেষ হাসিটা হেসেছে নামিবিয়া। সুপার ওভারে আগে ব্যাটিংয়ে নেমে নামিবিয়া বিলাল খানের ওভার থেকে স্কোরবোর্ডে ২১ রান তোলে। জবাবে ডেভিড ভিসের ওভার থেকে ওমান ১০ রানের বেশি করতে পারেনি।

ব্যাটিংয়ে ভিসে নামিবিয়ার নায়ক। প্রথম দুই বলে চার ও ছক্কা হাঁকানোর পর তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে একটি ডাবল ও সিঙ্গেল রান নেন। সুপার ওভারে ৪ বলে তার রান ১৩। শেষ দুই বল খেলার সুযোগ পান ইরাসমাস। দুটি বলই বাউন্ডারিতে পাঠান ডানহাতি ব্যাটসম্যান। বোলিংয়ে ভিসে পান নাসিম খুশির উইকেট। শেষ বলে ছক্কা হজম করলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পেস বোলিং অলরাউন্ডার।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST