1. shahajahanbabu@gmail.com : admin :
নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন করলো গাক - Pundro TV
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন



নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন করলো গাক

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী পালিত হলো ‘শেখ রাসেল দিবস

দিবসটি উদ্ যাপন উপলক্ষ্যে, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) দিনব্যাপী নানাধরনের কর্মসূচি পালন করেছে । সংস্থার গাবতলী ও সারিয়াকন্দি উপজেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অপরদিকে ১৮ অক্টোবর সোমবার  সংস্থার প্রধান কার্যালয়ে উর্ধতন কর্মকর্তাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

গাকের সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (অভ্যান্তরীণ নিরিক্ষা ও রিভিউ),হুমায়ন খালেদ,পরিচালক (আইসিটি এ্যান্ড আরএম) রায়হানুস-সা-আদাত,ও পরামর্শক, মোবারক হোসেন তালুকদার।

সমন্বয়কারী-কমিউনিকেশন ও ডকুমেন্টেশন সরদার জিয়া উদ্দিন এর সঞ্চালনায় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় শেখ রাসেল দিবসের গুরুত্ব, শেখ রাসেলের উপর স্মৃতিচারণ করার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে বাদ আছর গাক টাওয়ারে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST