বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে ডুবে মারা গেছেন দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোসাব্বির হোসেন ফাহিম। শনিবার সকালে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলের এক পর্যায়ে তলিয়ে যান ফাহিম। পরে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানা পুলিশ। নিহত মোসাব্বির হোসেন ফাহিম গাবতলী উপজেলার বাসিন্দা তিনি দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার বন্ধুদের নিয়ে সারিয়াকান্দিতে তার নানার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে তারা যমুনা নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে ফাহিম হঠাৎ তলিয়ে যান নদীতে। ঘণ্টাখানেক চেষ্টার পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুপুরে ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সারিয়াকান্দি থানা পুলিশ ।