উত্তরবঙ্গের পাখি প্রেমীদের সংগঠন নর্থ বেঙ্গল বার্ড ব্রিডার’স কমিউনিটি (NBBC) এর কমিটি গঠন করা হয়েছে । সদস্যদের সরাসরি ভোটে আগামী ৩ বছরের জন্যে পুর্নাজ্ঞ ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতিঃ আমীনুল হক বুলবুল সহ সভাপতিঃ রেজাউল করিম দীপ্ত রেজা সহ সভাপতিঃ মনিরুজ্জামান মিথুন, সহ সভাপতিঃ রবিন খান, সহ সভাপতিঃ দাহিয়াতুল ইসলাম সেক্রেটারীঃ নোমান, সাংগঠনিক সম্পাদ্দকঃ হুমায়ন কবির (হিমু ), জয়েন্ট সেক্রেটারীঃ ইয়াসীন আলী অসীম (অন্তর), জয়েন্ট সেক্রেটারীঃ রবিউল ইসলাম, কোষাধাক্ষ্যঃ আব্দুর রাজ্জাক, প্রকাশনা সম্পাদকঃ সিয়াম আরেফিন, প্রচার সম্পাদকঃ মোস্তাক বিল্লাহ, ক্রীড়া সম্পাদকঃ আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদকঃ মাসুদ রানা, নারী বিষয়ক সম্পাদকঃ সাবরিনা ইয়াসমিন ঝুমা, সাংস্কৃতিক সম্পাদকঃ রায়হান সরকার , কার্যনির্বাহী সদস্যঃ সাকিব ।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী সদস্যগন বক্তব্য রাখেন, বক্তব্যে তারা উত্তরবঙ্গের সকল অঞ্চলে কেজ বার্ড ব্রিডিং নিয়ে কাজ করতে আগ্রহী তরুণ-তরুনীদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ ব্রিডার হিসেবে গোড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন ।