1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ার এসপি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন - Pundro TV
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন



বগুড়ার এসপি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিম-পিপিএম  অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়েছেন। সারাদেশে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ১৫২ পুলিশ কর্মকর্তা। এর মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হয়েছেন ১৪০ জন এবং তিনিসহ বিসিএস (পুলিশ) ক্যাডারের ১২ জন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি পেলেন।

বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব মো: মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত সরকারি এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায়।

এতে বলা হয়, বর্ণিত কর্মকর্তা সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন। এছাড়া জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST