1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় অবরোধের শেষদিনে পানিবাহী ট্রাকে আগুন - Pundro TV
রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন



বগুড়ায় অবরোধের শেষদিনে পানিবাহী ট্রাকে আগুন

শুভজিৎ সরকার
  • প্রকাশিতঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বিএনপির ডাকা দুই দিনের অবরোধের আজ শেষ  দিনে বগুড়ায় শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত পানি বহনকারী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরাও উপস্থিত হন। ট্রাকচালক জহুরুল ইসলাম বলেন, তিনি দীর্ঘক্ষণ ট্রাকে পানি নিয়ে সেখানে অবস্থান করছিলেন। সড়ক উন্নয়নের কাজে তিনি পানি সরবরাহ করেন।

কাজ শেষে ক্যাম্পে ফের এমন সময় ১৫-২০ জনের মতো একদল ব্যক্তিরা এসে তাকেসহ তার সহকারিকে ট্রাক থেকে নেমে যেতে বলে। তাদের কথা মতো ট্রাক থেকে নেমে আসলে ট্রাকের ভিতরে দুর্বৃত্তরা পেট্রোল-বোমা নিক্ষেপ করে। এতে বিকট শব্দের গাড়িতে আগুন ধরে। এরপর তারা পালিয়ে যায়। আগ্নিকান্ডে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST