1. shahajahanbabu@gmail.com : admin :
পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের সামনে একাদশ শ্রেণির ভর্তিযুদ্ধ - Pundro TV
বুধবার, ০১ মে ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন



পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের সামনে একাদশ শ্রেণির ভর্তিযুদ্ধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩

এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের সামনে এখন একাদশ শ্রেণির ভর্তিযুদ্ধ। এবারও অনলাইনে পছন্দের কলেজে আবেদন করে মেধার ভিত্তিতে তারা ভর্তি হতে পারবে। ১০ই আগস্ট থেকে শুরু হবে অনলাইন আবেদন। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় সরকারি বেসরকারি কলেজে আসন সংখ্যা সাড়ে ৬ লাখ বেশি আছে। এদিকে, আগামী ১৭ই আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতিও চূড়ান্ত বলে জানিয়েছে, ঢাকা শিক্ষা বোর্ড।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। তাদের সামনে এবার পছন্দের কলেজে ভর্তির পালা।

ভর্তি নীতিমালা অনুযায়ী, ১৫০ টাকা দিয়ে অনলাইনে শিক্ষার্থীরা কলেজে ভর্তির আবেদন করবে। ১০ই আগস্ট থেকে শুরু হবে অনলাইন ভর্তি কার্যক্রম। ৮ই অক্টোবর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাশ।

 

সারাদেশে সরকারি বেসরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা ২৫ লাখ। সে হিসেবে শিক্ষার্থীর তুলনায় ৬ লাখেরও বেশি আসন ফাঁকা থাকবে। এ কারণে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী পাবে না অনেক কলেজ।

আগামী ১৭ই আগস্ট থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এর প্রস্তুতি অনেকটাই সম্পন্ন, বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

তিনি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষায় অংশ নেবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST