1. shahajahanbabu@gmail.com : admin :
ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার,৩ জনের লাশ উদ্ধার - Pundro TV
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন



ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার,৩ জনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩

রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২০ থেকে ২৫ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কোস্টগার্ডের ডুবুরি দল।

সদরঘাট ফায়ার স্টেশনের অফিসার আব্দুল মালেক বলেন, আমরা এখন পর্যন্ত ৮ জনকে উদ্ধার করেছি। যার মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়েছেন ৫ জন। বাকি ৩ জনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। তারা জীবিত কি মৃত হাসপাতাল বলতে পারবে।

রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান সরদার বলেন, রাত ৮টা ১৫ মিনিটে আমাদের কাছে খবর আসে কেরানীগঞ্জ থানাধীন বুড়িগঙ্গা নদীর তেলঘাট এলাকায় একটি ওয়াটার বাস যাত্রীসহ ডুবে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। লঞ্চটি তীরের কাছাকাছি ডুবেছে বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ লোক তীরে উঠে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, জীবিত উদ্ধার ব্যক্তিদের মধ্যে চার পুরুষ, তিন নারী ও একটি শিশু রয়েছে। পুরুষদের মধ্যে দুজন অচেতন ছিলেন।

সদরঘাট নৌ-থানার উপপরিদর্শক মারুফ বলেন, এখন পর্যন্ত মোট সাত জনকে উদ্ধার করা হয়েছে। চার জনকে জীবিত ও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২০ থেকে ২৫ জন নিখোঁজ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রশিদ উন নবী বাংলা বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST