1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের জমি অধিগ্রহণ শুরু - Pundro TV
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন



বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের জমি অধিগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩

উত্তরাঞ্চলবাসীর বহুল প্রতীক্ষিত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ আগামী জুনে শুরু হবে। নকশা চূড়ান্ত ও সেতুর দরপত্রের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছরের শুরুতে নির্মাণ কাজ শুরুর আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বগুড়া-সিরাজগঞ্জের মানুষের সহজ যাতায়াত নিশ্চিতসহ রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোর দূরত্ব কমবে অন্তত ১১২ কিলোমিটার। পাশাপাশি সময় সাশ্রয় হবে প্রায় চার ঘণ্টা।

এদিকে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প বাস্তবায়নে রোববার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম ফিরোজী, রেল ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম ফিরোজী বলেন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের নকশা চূড়ান্ত হয়েছে। আগামী মাসে দুটি জেলায় জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে। সেতুগুলোর দরপত্রের প্রক্রিয়া শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষে ২০২৪ সালের প্রথম দিকে নির্মাণ কার্যক্রম শুরু হবে।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ। এ ব্যাপারে প্রকল্প পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। জেলা প্রশাসক সার্বিক সহযোগিতা দেবে। জমি অধিগ্রহণ নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুসারে স্বল্প সময়ের মধ্যে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বগুড়ার উন্নয়ন দ্রুত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST