1. shahajahanbabu@gmail.com : admin :
‘বাকির টাকা’ নিয়ে দুশ্চিন্তায় কূলকিনারা পাচ্ছেন না ব্যবসায়ীরা - Pundro TV
বুধবার, ০১ মে ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন



‘বাকির টাকা’ নিয়ে দুশ্চিন্তায় কূলকিনারা পাচ্ছেন না ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

বঙ্গবাজারের ব্যবসায়ীরা একে অপরের কাছে বাকিতে লেনদেন করতেন। বড় ব্যবসায়ীরা পাইকারিতে ছোট ব্যবসায়ীদের কাছে বাকিতে পণ্য বিক্রি করতেন। বকেয়ার হিসাবের খাতা পুড়ে যাওয়ায় এখন বড় ব্যবসায়ীরা ‘বাকির টাকা’ আদায় নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। একইভাবে ছোট ব্যবসায়ীরা কূলকিনারা পাচ্ছেন না বাকিতে নেওয়া কাপড়ের দাম তাঁরা কীভাবে পরিশোধ করবেন, এই চিন্তায়।

গতকাল বুধবার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা জানিয়েছেন, বঙ্গবাজারের অধিকাংশ ব্যবসায়ী পাইকারিতেই বেশি পণ্য বিক্রি করতেন। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় তাঁরা বাকিতে পণ্য পাঠাতেন। বড় অঙ্কের লেনদেন হতো বাকিতে। অধিকাংশ ক্ষেত্রে মৌখিক চুক্তিতে মৌসুম শেষে টাকা পরিশোধ করা হতো।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST