1. shahajahanbabu@gmail.com : admin :
বাংলাদেশের মানুষ ও আমরা ভাই ভাই : রিকার্ডো আকুনিয়া - Pundro TV
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন



বাংলাদেশের মানুষ ও আমরা ভাই ভাই : রিকার্ডো আকুনিয়া

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩

প্রথম দল হিসেবে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছে আর্জেন্টিনা দল। গতকাল শুক্রবার সকালে দলটি এসে পৌঁছায়। আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

বাংলাদেশে এসে রাজধানীর একটি হোটেলে মিডিয়া ব্রিফিং করেছেন আর্জেন্টিনার কোচ ও দেশটির কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি রিকার্ডো আকুনিয়া। ৫৫ বছর বয়সী আকুনিয়া একসঙ্গে ফেডারেশন ও জাতীয় দল সামলাচ্ছেন।

আকুনিয়া বলেন, ‘ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের একইরকম অনুভূতি দেখেছি। বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার প্রতি উৎসাহ দেখিয়েছে, টিভিতে সেটা আমরা দেখেছি। আমরা অভিভূত। বলতে চাই-বাংলাদেশের মানুষ ও আমরা ভাই ভাই।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনায় সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর উন্মাদনা আরও বেড়ে গেছে। বিশেষ করে তরুণরা ফুটবলের প্রতি আরও বেশি বুঁদ হয়েছে। তবে আর্জেন্টাইনরা শুধুমাত্র একটা খেলা খেলে না, একাধিক খেলা খেলে।’

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST